১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ১১:৩০

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বরিশালে মহানগর যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:-
  • আপডেট সময়ঃ বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩,
  • 146 পঠিত

বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র ২৯ ডিসেম্বর বরিশালে আগমন উপলক্ষে বরিশালে যুবলীগের মতবিনিময় ও প্রস্তুতী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৭ ডিসেম্বর) বিকাল ৫ টায় বরিশাল নগরীর নতুন বাজার এলাকার গফুর সড়ক আওয়ামী লীগ নেতা খান মামুন এর বাসভবন প্রাঙ্গণে বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের আয়োজনে, মহানগর যুবলীগের আহবায়ক মোঃনিজামুল ইসলাম নিজাম এর সভাপতিত্বে এবং যুবলীগের সদস্য সৈয়দ মেহেদী হাসান রোমান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মাজহারুল ইসলাম।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক এ্যাডঃএ এম মেজবাহ উদ্দিন জুয়েল, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ এর সদস্য অসীম দেওয়ান প্রমূখ।

এ অনুষ্ঠানের সভাপতি মহানগর আওয়ামী যুবলীগ এর আহবায়ক মোঃনিজামুল ইসলাম নিজাম তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের বাড়ির কাছে আসবেন। আমরা মহানগর যুবলীগ সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে ঐদিন বরিশালের রাজপথে থাকবো ইনশাল্লাহ।

এ অনুষ্ঠানে প্রধান বক্তা কাজী মাজারুল ইসলাম তিনি বলেন, শেখ হাসিনার প্রধান বিশ্বস্ত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। তিনি যুবলীগের উপর বেশি ভরসা করেন তাই আগামী ২৯ ডিসেম্বর বরিশালের রাজপথ থাকবে  যুবলীগের দখলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি মুহাম্মদ বদিউল আলম বক্তব্যে বলেন, বরিশালের প্রধানমন্ত্রীর জনসভায় যুবলীগের সর্বোচ্চ নেতা সংখ্যক নেতা কর্মী নিয়ে উপস্থিত থাকা নির্দেশনা প্রদান করেন। এ ছাড়াও আগামী ৭ জানুয়ারি বরগুনা দুইটি আসনে নৌকাকে বিজয় করার লক্ষ্যে সকল নেতাকর্মীদের তৃণমূল এ কাজ করার নির্দেশনা দেয়া হয়।

এসময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের বিভিন্ন নেতাকর্মীরা, সাংবাদিক বৃন্দ সহ প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo