আপনাদের জাহিদ ফারুক অত্যন্ত দক্ষতার সাথে, সততার সাথে তার দায়িত্ব পালন করছেন- বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছনে, জাহিদ ফারুক সততার সাথে দায়িত্ব পালন করছে। তিনি বলেন, জাহিদ ফারুক, আপনাদের বরিশালের জাহিদ ফারুককে আমি নমিনেশন দিয়েছি।
তার কারণ আপনারা জানেন, তাকে আমি পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছি। অত্যন্ত দক্ষতার সাথে, সততার সাথে সে তার দায়িত্ব পালন করছেন।
কোথাও বন্যা খড়া হলে তখন সে ছুটে যায়, কাজেই সসতার সাথে যে লোকটা কাজ করছে তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে দিয়ে আপনারা জয়যুক্ত করবেন।
এসময় ঝালকাঠিতে শাহজাহান ওমর বিষয়ে তিনি বলেন, সন্ত্রাসী দল ছেড়ে সে এখন নৌকায় উঠেছে। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে।