নানা আয়োজনে ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বরিশাল মহানগর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
নানা আয়োজনে ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত করেছে বাংলাদেশ ছাত্রলীগ এর বরিশাল মহানগর শাখার নেতাকর্মীরা। ৪ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১২ টায়
বরিশাল নগরীর সদররোডস্থ শহীদ সোহেল চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগ এর বরিশাল জেলা ও মহানগর শাখার প্রধান অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আঃরব সেরনিয়াবাত এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে নেতাকর্মীরা।পরে কেক কেটে আনুষ্ঠানিক উদযাপন করে প্রাচীন এ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল মহানগর শাখার নেতাকর্মীরা।এরপর নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ৭৬ বছরে পা দেয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা রেলী করে। এসময় বরিশাল মহানগর ছাত্রলীগের বাবু সরদার, জায়েদ হোসেন সানি,গোলাম সরোয়ার অপি, আশরাফুল ইসলাম,রিদি চৌধুরী,রায়হান হাওলাদার,আবু তাহিয়ান বাবু, মোঃহাসান হৃদয়,জীবন সহ বরিশাল মহানগর ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ড ও কলেজ ছাত্রলীগ এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।