৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩২

বরিশাল বিভাগে নৌকার জয়জয়কার

বিশেষ প্রতিবেদক:-
  • আপডেট সময়ঃ রবিবার, জানুয়ারি ৭, ২০২৪,
  • 316 পঠিত

কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বরিশালে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। বরিশালের ছয়টি সংসদীয় আসনে গড়ে ৪১ দশমিক ১০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। গতকাল সন্ধ্যায় ভোট গনণা শেষে তিনি এ তথ্য জানান। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত। বরিশালের ২১টি আসনের সবগুলো খবর নিশ্চিত করা গেছে। তারমধ্যে…

বরিশাল-১ আসন:
গৌরনদী-আগৈলঝাড়া নিয়ে গঠিত এই আসনে টানা তৃতীয় বারের মতো বিপুল ভোটের ব্যবধানে বিজয়ের হ্যাট্টিক করে পঞ্চম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ। তিনি পেয়েছেন ৮১৭১৩ ভোট, জাপার লাঙ্গল প্রতীকে এ্যাডভোকেট ছেরনিয়াবাত ছেকেন্দার আলী পেয়েছেন ১৫৯১ ভোট এবং এনপিপি  প্রার্থী আম প্রতীকে পেয়েছেন ৪১৪ ভোট।

বরিশাল-১
আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৩জন। এরমধ্যে আগৈলঝাড়ায় উপজেলায় ১.৩১.৮৫২জন এবং গৌরনদী উপজেলায় ১.৭২.৪৫১জন। নির্বাচনে আগৈলঝাড়ায় ৬৪শ দমিক ৯ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। অপরদিকে গৌরনদী উপজেলা ৬৯টি ভোট কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ পেয়েছে ৯৫০৬৪ ভোট, জাপা প্রার্থী পেয়েছেন ২৫৩১ ভোট, এনপিপি প্রার্থী পেয়েছেন ৮০৪ ভোট। ভোটের হার শতকরা ৫৭ দশমিক ৭১ভাগ। দুই উপজেলায় নিয়ে সর্বমোট নৌকা প্রতীক পেয়েছে ১৭৬৭৭৭ ভোট, লাঙ্গল ৪১২২ ভোট এবং আম ১২১৮ ভোট।

বরিশাল-২:
বরিশাল-২ আসনে নৌকা প্রতীকে ১ লাখ ২২ হাজার ১৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে ১৪ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী  রাশেদ খান মেনন ৬ষ্ঠ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেরে বাংলার দৌহিত্র স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হক রাজু ঈগল প্রতীকে ৩১ হাজার ৩৯৭ ভোট পেয়েছেন। ভোটের ব্যবধান ৯০ হাজার ৭৭৮ ভোট। এর মধ্যে উজিরপুর উপজেলায় নৌকা প্রতীক ৮৬ হাজার ৬৫৬ ভোট ও ঈগল প্রতীক ১০ হাজার ৪০ ভোট। বানারীপাড়া উপজেলায় নৌকা প্রতীক ৩৫ হাজার ৫১৯ ভোট ও ঈগল প্রতীক ২১ হাজার ৩৫৭ ভোট পেয়েছে।

বরিশাল-৩: 
বরিশাল-৩ আসনে ১৪ দলীয় জোট প্রার্থী নাঙ্গল প্রতিকের গোলাম কিবরিয়া টিপু।

বরিশাল-৪:
বরিশাল-৪ আসনে বিজয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের পঙ্কজ নাথ।

বরিশাল-৫:
বরিশাল-৫ সদর আসনে বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা প্রতিকের প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম। রোববার দিনভর ভোট শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম এই আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ফলাফল অনুযায়ী, ১৭৬টি কেন্দ্রে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নৌকা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৭০৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দিন রিপন ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৩৭০ ভোট। জাহিদ ফারুক প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬২ হাজার ৩৩৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

বরিশাল-৬:
বরিশাল-৬ আসনে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতিকের প্রার্থী মেজর(অব:) হাফিজ মল্লিক।

পটুয়াখালী-১: 
পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান লাঙ্গল প্রতীকের প্রার্থী এবিএম রুহুল আমীন হাওলাদার ৮১ হাজার ৫০৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পার্টির ডাব প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন তালুকদার পেয়েছেন ২৬ হাজার ৮৭৪ ভোট।

পটুয়াখালী-২: 
পটুয়াখালী-২ (বাউফল) আসনে বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৌকা প্রতীকের প্রার্থী আ স ম ফিরোজ ১ লাখ ২৪ হাজার ৩০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মহসীন হাওলাদার পেয়েছেন ২ হাজার ৯৫৮ ভোট।

পটুয়াখালী-৩:
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে জেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান এমপি নৌকা প্রতীকের প্রার্থী এস এম শাহজাদা ৯৪ হাজার ৪১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিজিবির সাবেক মহাপরিচালক মেজর (অব.) আবুল হোসেন পেয়েছেন ৫৯ হাজার ২৪ ভোট।

পটুয়াখালী-৪:
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে জেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান এমপি নৌকা প্রতীকের প্রার্থী মহিব্বুর রহমান মহিব ৫৬ হাজার ২৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তিনবারের সাবেক এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুবুর রহমান তালুকদার পেয়েছেন ৪৫ হাজার ৪২০ ভোট।

ঝালকাঠি-১:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর (বীর উত্তম)।  তিনি ৯৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক গোলাপ ফুল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন এক হাজার ৬২৪টি।  এছাড়াও অন্যান্য প্রার্থীদের মধ্যে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আবুল কাশেম ফখরুল ইসলাম পেয়েছেন ৩৭০ ভোট।

ঝালকাঠি-২:
ঝালকাঠি-২ আসনে বিজয়ী হয়েছেন আমির হোসেন আমু (নৌকা)।

পিরোজপুর-১
এ বিজয়ী হয়েছেন শ.ম রেজাউল করিম।

পিরোজপুর-২:

পিরোজপুর-২ আসনের (ভান্ডারিয়া, কাউখালি, নেছারাবাদ) ৩৮ বছরের সাম্রাজ্যের ইতি ঘটলো বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর। এই আসনে নতুন সাংসদ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ। বেসরকারী ফলাফলে দেখা গেছে-তিন উপজেলা মিলিয়ে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ১ হাজার ৪৯৬ ভোট আর নৌকা নিয়ে আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন ৭১ হাজার ৫২১ ভোট।

পিরোজপুর-৩
এ আসনে চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো: শামীম শাহ নেওয়াজ।

ভোলা-১: 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন ভোলা-১ আসনে আওয়ামী লীগের বর্ষিয়াণ নেতা তোফায়েল আহমেদ,

ভোলা-২
এ আসনে আলী আজম মুকুল,

ভোলা-৩
এ আসনে নুরুন্নবী চৌধুরী শাওন ও

ভোলা-৪ 

এ আসনে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। তাদের বিজয়ের খবরে কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যপক উৎসবের আমেজ দেখা গেছে।

বরগুনা-১:
বরগুনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৬১,৭৪২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান পেয়েছেন ৫৮,১৪৭ ভোট। এদিকে ৫ বারের নির্বাচিত নৌকার প্রার্থী অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পেয়েছেন ৫৪,০৯৮ ভোট।

বরগুনা-২:
বরগুনা-২ আসনে বেসরকারিভাবে সুলতানা নাদিরা নির্বাচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে সুলতানা নাদিরা নৌকা প্রতীকে ৪৬ হাজার ৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বরগুনা জেলা রিটানিং কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।  তার নিকটতম প্রার্থী নোঙ্গর প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী দলের প্রতিষ্ঠাতা আহবায়ক ড. আব্দুর রহমান খোকন পেয়েছেন ১ হাজার ২৭ ভোট।  তাছাড়া ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান ৫১৫ ভোট,

একতারা প্রতীকে বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত প্রার্থী মুহাম্মদ আবু বকর ছিদ্দিক ২০৮ ভোট, হাতুড়ি প্রতীকে ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জাকির হোসেন ৯০ ভোট,সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান লিটন ৮৪ ভোট ও ফুলের মালা প্রতীক পেয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশন মনোনীত প্রার্থী আবুল কালাম ৭৬ ভোট পান।

 

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo