১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৯:০২

২৯৮টি সংসদীয় আসনে বিজয়ীদের গেজেট প্রকাশ ইসির

বার্তা ডেক্স:
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, জানুয়ারি ৯, ২০২৪,
  • 115 পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে জয়ীদের ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৯ জানুয়ারি) সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরীফুল আলম।

তিনি জানান, ২৯৮টি সংসদীয় আসনের গেজেট প্রকাশিত হয়েছে।

এর আগে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, গত ৭ জানুয়ারি ৩০০টি আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। এর মধ্যে নওগাঁ-২ আসনের ভোট স্থগিত করা হয় একজন প্রার্থীর মৃত্যুর কারণে। ১২ ফেব্রুয়ারি সেখানে নির্বাচন হবে। আর ময়মনসিংহ-৩ আসনে একটি কেন্দ্রে অনিয়মের কারণে ভোটের ফলাফল স্থগিত করা হয়েছিল। সেই একটি কেন্দ্রের নির্বাচন হবে ১৩ জানুয়ারি। এই দুটি বাদ দিয়ে ২৯৮ আসনের ফলাফল যাচাই করে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

গেজেটে নির্বাচিত প্রার্থীর নাম, বাবার নাম, মাতার নাম, ঠিকানা,আসন নম্বর উল্লেখ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo