বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ড ঘরামী বাড়ির পোল এলাকায় গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যা করার অভিযোগ পাওয়া যায়।
গতকাল (১০ জানুয়ারি) বুধবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মনোয়ারা বেগম, (৪৫) নগরীর ২৩ নং ওয়ার্ড ঘরামী বাড়ির পোল মৃধা বাড়ীর মসজিদ সংলগ্ন এলাকার আবুল হোসেনের স্ত্রী।
নিহতের মেয়ে আখি আক্তার বলেন, রাত সাড়ে সাতটার সময় নাতিকে বাড়ির সামনে খালের পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আখি তার মেয়েকে ধরে ঘরে উঠায়।
এনিয়ে আখি ও তার মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। এসময় অখিকে ঘর থেকে বের করে দেওয়ায় চেষ্টা করে তার মা। সে ঘর থেকে বের হবে না বলায় তার মা নিজ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পড়ে মেয়ে মাকে ডাকলে কোনো উত্তর না দিলে চালের টিন কেটে ভিতরে প্রবেশ করে দেখে আরার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।
এসময় স্থানীয়রা সরকারি ৯৯৯ নাম্বারে কল করে বিষয়টি জানান।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, বিষয়টি শুনে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।