প্রতি সপ্তাহের ন্যায় ৩ ফেব্রুয়ারী শনিবার ঢাকা থেকে রওনা করে আসবেন। সকাল সাড়ে ৯ টায় বরিশাল সার্কিট হাউসে উপস্থিত হয়ে তিনি, সকাল ১১ টায় বরিশাল জিলা স্কুল কতৃক আয়োজিত সর্বধনা অনুষ্ঠানে যোগদান করবেন। এরপর দুপুর ১২ টায় অক্সফোর্ড মিশন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করে দুপুর ৩ টায় কাশিপুর হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
এরপর ৪ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০ টায় বরিশাল বিভাগ ও খুলনা বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এরপর তিনি সকাল ১১:৩০ মিনিটে বরিশাল বিমান বন্দরের উদ্দেশ্য যাত্রা করবেন বলে তার সরকারি সফরসূচি থেকে নিশ্চিত হওয়া গেছে।