১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৬:০১

ঝুঁকিপূর্ন বরিশালের দুটি কলোনীর শতাধিক গাছ

বার্তা ডেক্স:
  • আপডেট সময়ঃ রবিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৪,
  • 38 পঠিত

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বরিশালের সাগরদী ওয়াবদা কলোনী ও চাঁদমারীর বিআইপি কলোনীর অভ্যন্তরে আবাসিক ভবনের বাসিন্দাদের জন্য হুমকির কারন হয়ে দাড়িয়েছে শতাধিক গাছ। বিগত কয়েক বছরের ঘূর্ণিঝড়ে মোট ১২৯টি গাছ ক্ষতিগ্রস্থ হয়ে কলোনীর আবাসিক ভবনগুলোর জন্য হুমকির কারন হয়ে দাড়িয়েছে। সরজমিনে পরিদর্শনকালে কলোনী দুটির অভ্যন্তরে দেখা যায়, রেইনট্রি, মেহগুনি, কাঁঠাল, কড়ই, আকাশমনি গাছ রয়েছে। বিভিন্ন সময়ে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে বেশ কিছু গাছ উপড়ে পড়ে ঝুকিপূর্ণবস্থায় রয়েছে, যা আবাসিক ভবনের বাসিন্দাদের বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাড়াতে পারে। পাশাপাশি কিছু কিছু গাছ বাউন্ডারী ওয়ালের সাথে রয়েছে, এ গাছগুলো ঝড়ের সময় ভেঙ্গে পড়লে আবাসিক ভবনের বাসিন্দা ও পথচারীদের আহত হওয়ার সম্ভবনা রয়েছে। এছাড়া গাছগুলো অনেক পুরনো হওয়ায় প্রায় সময় সামান্য ঝড়ে গাছের ডাল ভেঙ্গে পড়ে যায় এবং কলোনীস্থ লোকজন আহত হবার সম্ভবনা রয়েছে। এবিষয়ে ওই কলোনীতে বসবাসরত একাধিক ব্যাক্তির সাথে আলাপকালে জানাযায়, ঝড়ের সম্মুখীন হয়ে কলোনীর মধ্যে থাকা গাছ উপড়ে পড়ে ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে, যা আমাদের বসবাসরত আবাসিক ভবনের বাসিন্দাদের জন্য খুবই ঝুকিপূর্ণ। ফলে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তাই সংশ্লিষ্টদের উচিত গাছগুলো কেটে কলোনীর বাসিন্দাসহ ওই এলাকা থেকে যাতায়াতরত সকল মানুষদের রক্ষা করা। এবিষয়ে পানি উন্নয়ন বোর্ড বরিশালের নির্বাহী প্রকৌশলী মো: খালেদ বিন অলিদ জানান, বিগত সময়ে পানি উন্নয়ন বোর্ডের কলোনী দুটির অভ্যন্তরে থাকা রেইনট্রি, মেহগুনি, কাঠাল, কড়ই, আকাশমনিসহ শতাধিক গাছ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা সরজমিনে পরিদর্শন করেছি এবং কলোনীগুলোতে বসবাসরত বাসিন্দা ও পথচারীদের রক্ষার্থে সরকারি বিধিমতে নিয়মানুযায়ী গাছ কর্তন করার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আর একটি গাছের স্থানে তিনটি গাছ লাগানো হবে।

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo