৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর ২:২৩

জাতির পিতা বঙ্গবন্ধুর শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবসের বিশেষ প্রার্থনা ও অনাথ শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান আয়োজন

বার্তা ডেক্স:
  • আপডেট সময়ঃ শুক্রবার, মার্চ ১৫, ২০২৪,
  • 102 পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধুর শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবসের বিশেষ প্রার্থনা ও অনাথ শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান আয়োজন

আগামী ১৭ মার্চ, ২০২৪ রবিবার সকাল ১০টায় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জ কোটালীপাড়া রামশীল জহরের কান্দি অনাথ আশ্রমে বিশেষ প্রার্থনা ও অনাথ শিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এডভোকেট বলরাম পোদ্দার এর আয়োজনে অনাথালয়ের ২৫০ শিশুর মাঝে খাবার পরিবেশন করা হবে। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হবে। এই আয়োজনে কোটালীপাড়া উপজেলার স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকবেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এঁর শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবসের বিশেষ প্রার্থনা ও অনাথ শিশু খাবার বিতরণে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এডভোকেট বলরাম পোদ্দার বিশেষভাবে অনুরোধ করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo