২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৯:২৮

সুপেয় পানির নতুন প্রকল্প হচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

বার্তা ডেক্স:
  • আপডেট সময়ঃ শুক্রবার, মার্চ ২২, ২০২৪,
  • 204 পঠিত

লবণাক্ততার কারণে সুপেয় পানির অভাব দেখা দেয়া সাতক্ষীরাসহ উপকূলীয় এলাকায় নতুন কিছু প্রকল্প নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি ।

শুক্রবার (২২ মার্চ) বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষ্যে রাজধানীতে সকালে একটি র‌্যালি শেষে তিনি বক্তব্য দেন। কল-কারখানার বর্জ্য পানিতে ফেলে যারা নদীর পানি দূষণ করছে, তাদের বিরুদ্ধে বন ও পরিবেশবিদরা কাজ করছে বলেও জানান জাহিদ ফারুক শামীম ।

সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আমাদের অনেক খারাপ দিক থাকতে পারে; তবে ভালো দিকগুলোও আপনাদের তুলে ধরতে হবে।’

সুপেয় পানির অভাব রোধে পানির সঠিক ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

এর আগে, সকাল ১০টায় পানিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে পানি ভবন থেকে সার্ক ফোয়ারা পর্যন্ত একটি র‌্যালি বের করা হয়। বেলা ১১টায় পানি ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও স্মরণিকার মোড়ক উন্মোচন করবেন প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি ।

 

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo