দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজের মা রিজিয়া বেগমের (৭১) মৃত্যুতে গভীর শোক জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।
পানিসম্পদ প্রতিমন্ত্রী শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন।
জাতীয় পত্রিকায় বরিশালে কর্মরত শাহিন হাফিজের মা বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে বার্ধক্যজনিত রোগে ভূগে মারা যান। এরপর নগরীর কাউনিয়ায় নিজ বাসা সংলগ্ন মিরা বাড়ির মসজিদে রাত সাড়ে ১০টায় জানাজা অনুষ্ঠিত হয়। তারপর ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার তিমিরকাঠী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।