রিমালে ক্ষতিগ্রস্থ সহস্রাধিক পরিবারের মাঝে বলরাম পোদ্দারের সহায়তা প্রদান
বরিশাল জেলার গৌরনদী উপজেলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ সহস্রাধীক পরিবারের মাঝে ঢেউটিন, চাল ও নগদ অর্থ বিতরণ করে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এ্যাডঃবলরাম পোদ্দার।
রিমাল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন নগদ অর্থ বলরাম পোদ্দারের সহায়তা প্রদান
নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে (১ জুন শনিবার) দুপুরে গৌরনদী উপজেলার খাঁঞ্জাপুর ইউনিয়নের সমরসিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদানের আয়োজিত অনুষ্ঠানে রিমাল ঘূর্ণিঝড় এর আঘাতে ক্ষতিগ্রস্ত প্রায় এক হাজার পরিবারের মাঝে ২৫ কেজি করে চাউল,ঢেউটিন, নগদ অর্থ সহায়তা করে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার।
রিমালে ক্ষতিগ্রস্থ সহস্রাধিক পরিবারের মাঝে বলরাম পোদ্দারের সহায়তা প্রদান
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার নিজে একইদিনেই বিভিন্ন গ্রাম ঘুরে বিভিন্ন পরিবারের সদস্য ও ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্থ আটটি পরিবারকে একবান করে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করেছেন। উল্লেখ্য বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এ্যাডঃ বলরাম পোদ্দার ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে জনসেবায় সর্বদা নিয়োজিত রয়েছেন।