১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ২:০৯

মিঠামইন সড়ক দিয়ে পানি পারাপারের ব্যবস্থা করবে সরকার’-পানিসম্পদ প্রতিমন্ত্রী

বার্তা ডেক্স:
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, জুন ২০, ২০২৪,
  • 160 পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সিলেট প্রতিনিধি সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেটে বন্যার জন্য কিশোরগঞ্জের মিঠামইন সড়ককে দায়ী করছেন অনেকে। এ বিষয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি  বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। সত্যি যদি তাই হয়, তাহলে মিঠামইন সড়ক দিয়ে পানি পারাপারের ব্যবস্থা করবে সরকার।’

বৃহস্পতিবার (২০ জুন) সিলেট নগরের ৩৯ নম্বর ওয়ার্ডের টুকেরবাজার এলাকার শাদী খাল পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘বন্যা পরিস্থিতি নিয়ে সিলেট সিটি মেয়র নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রাখছেন। সিলেট নগরকে আগাম বন্যার কবল থেকে রক্ষায় সুরমা নদী ড্রেজিংয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগেও, নদীতে পলিমাটি থাকায় ড্রেজিং কাজ ব্যাহত হয়েছিল। প্রকৌশলীদের সাথে আলাপ করে শিগগিরই ড্রেজিংয়ের ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের ৯টি স্থানে ড্রেজিং স্টেশন করা হচ্ছে। নদীভাঙন, পলিমাটি অপসারণে নিয়মিত নদী খনন করা হবে।’

এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo