চলমান মাসের আগামী ২০ জুলাই বরিশাল মহানগর আড়ৎদার ফল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ-২০২৪ এর নির্বাচন। সদস্যদের মধ্যে বইছে আনন্দ উল্লাস। বিভিন্ন পদের অনুকূলে এ পর্যন্ত ১১ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছে।
প্রার্থীদের বৈধতা যাচাই-বাছাইয়ের পর আগামী ৭ জুলাই প্রতীক বরাদ্দের পর ২০ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বরিশাল লঞ্চঘাট এলাকায় অনুষ্ঠিত হবে এ নির্বাচন। সংগঠনের মোট ১০০ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন।
সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে মোঃ জাকির বাবুল।
সভাপতি পদে ফরম সংগ্রহ করেছেন মোঃ হারুনর রশিদ ও মোঃ হারুন কাজী। সহ-সভাপতি ১টি পদের বিপরীতে ফরম সংগ্রহ করেছেন ৪ জন। কোষাধ্যক্ষ পদে ফরম সংগ্রহ করেছেন এমডি পারভেজ ও আব্দুল হান্নান। এছাড়া সদস্য ২ পদের অনুকূলে সংগ্রহ করেছেন ৩ প্রার্থী।
নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন মোঃ রুম্মান কাজী, মোঃ ফাহিম ও শ্যামল বাবু ।