তোমরা যারা খেলাধুলায় ভালো আমার বিশ্বাস তারা লেখা পড়ায় ভালো বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। গতকাল শনিবার বিকেল ৪ টায় বরিশাল সদর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস আয়োজিত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গববন্ধু শেখ মুজিবর রহমান যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার, সে স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতদিন কাজ করে যাচ্ছেন বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে পরিণত করার লক্ষ্যে। তোমরা আজকে যারা খেলাধুলা করছো, তোমরাই হলে সেই লক্ষ্যে পৌছানোর আসল সৈনিক। কারণ তোমরা যারা খেলাধুলায় ভালো আমার বিশ্বাস তারা লেখাপড়ায় ভালো। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুটবল খেলা বলো, ক্রিকেট খেলা বলো প্রতিটি খেলা তিনি উপভোগ করেন এবং দেখেন।
পাশাপাশি কে ভালো খেলেন কে মন্দ খেলেন সেটাও লক্ষ্য করেন এবং সংসদে বলেন।
আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খেলাধুলার প্রতি মনোযোগী এবং খেলাধুলা পছন্দ করে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব উল্লাহ মজুমদারসহ অন্যান্য অতিথিবৃন্দ। খেলা শেষে সংক্ষিপ্ত এক আলোচনার মধ্যে দিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।