কোটা আন্দলনে বীরের মতো বুক পেতে,
জীবন দিয়ে শহীদ হলে তুমি।
ছাত্র-ছাত্রী ভুলবেনা ভাই তোমায় কোনদিনই।
আবু সাইদ তোমায় সালাম,,
মন থেকে লক্ষ-কোটি বার,
এমন বীর বাংলার ঘড়ে ঘড়ে দরকার।
তোমার নামে আজ হয়েছে চত্বর,
সড়কে গেট হয়েছেরে ভাই,,
মোদের সবার মাঝেই আছ তুমি, তুমি মরো নাই।
শিখিয়ে গেছো মোদের তুমি-
ধরতে হলে হাল ধরার মতোই ধরবো,,
প্রয়োজনে শেষ নিঃশ্বাস দিয়ে
লড়ার মতোই লড়বো।
কোটা আন্দোলনে জিতেছি মোরা,
হারি নাই রে ভাই।
স্বার্থক তোমার জীবন দেওয়া,
বৃথা যায় নাই।
ওপরে তুমি ভালো থেকো সৃষ্টিকর্তার কাছে,
দু হাত তুলে প্রার্থনাতে চাই।
(আমার লেখা কবিতাটা যদি ভালো লেগে থাকে তবে আবু সাইদ ভাই এর জন্য দোয়া করবেন আর দয়া করে এই কবিতাটা শেয়ার করবেন)