১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ২:০৮

দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ক্ষয়ক্ষতির হিসাব প্রস্তুত করতে পারেনি বিসিসি কতৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক:-
  • আপডেট সময়ঃ শনিবার, আগস্ট ৩১, ২০২৪,
  • 205 পঠিত

গত ৫ আগস্ট সরকা‌র পত‌নের পর ব‌রিশাল নগরীর একা‌ধিক ভব‌নে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ব্যপক ভাঙচুর চালানো হয় ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌ন ভবনে। চালানো হয় লুটপাট ও অ‌্যা‌নেক্স ভবন পু‌রোপু‌রি পু‌ড়ি‌য়ে দেয়া হয়। তবে ঘটনার ২৫ দিন পার হলেও ক্ষয়ক্ষতির হিসাব প্রস্তুত করতে পারেনি স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানটি।

করপোরেশনের কর্মকর্তারা বলছেন, ‘৫ আগস্ট বিকেলে অ‌্যা‌নেক্স ভব‌নের প্রতি তলায় পে‌ট্রোল ঢে‌লে আগুন দেয়া হয়। এতে পু‌ড়ে যায় শিশু‌দের ভ‌্যাক‌সিনের টিকা, গুরুত্বপূর্ণ নথি ও মশক নিধনের প্রয়োজনীয় মালামাল।’

৫ তলা অ‌্যা‌নেক্স ভবনে শিশু‌র জন্য ১০ হাজার ই পি আই টিকা, আইসবক্স, ফ্রীজ ও এক লাখ ভাও‌য়েল ওষুধ মজুদ ছিল। সব পু‌ড়ে যাওয়ায় শিশু জ‌ন্মের পর টিকা ও ভিটা‌মিন খাওয়া‌নো কার্যক্রম বন্ধ হ‌য়ে গে‌ছে।

আগুনে ১২‌টি ফগার মে‌শিন ও মশক নিধন ওষুধও নষ্ট হ‌য়েছে। লুট ক‌রা হ‌য়ে‌ছে স্টো‌রে থাকা প‌রিচ্ছন্নতা কার্যক্রমের সকল মালামাল। এছাড়াও ৮‌টি কোল্ড বক্স, ২৫০‌টি ক‌্যা‌রিয়ার ও প্রচুর ল‌জি‌স্টিক মালামাল লুট করা হয়েছে।

অ‌্যা‌নেক্স ভবন‌ পুড়ে যাওয়ায় তা পুরোপু‌রি ব‌্যবহা‌রের অনুপ‌যোগী। এতে বি‌ঘ্নিত হ‌চ্ছে নাগ‌রিক সেবা। প্রত‌্যক্ষদর্শী এক দোকানী জানায়, ‘অ‌্যা‌নেক্স ভব‌নের বেশিরভাগ মালামাল লুট করা হ‌য়ে‌ছে। ক‌ম্পিউটার, চেয়ার, টে‌বিল থে‌কে শুরু ক‌রে মশক নিধ‌নের ফগার মে‌শিন‌টিও নি‌য়ে গে‌ছে হামলাকারীরা।’

ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের জনসং‌যোগ কর্মকর্তা আহসান উদ্দিন রো‌মেল বাংলাদেশ নিউজটুডে ডটনেটকে ব‌লেন,‘ক্ষয়ক্ষ‌তির হিসাব নিরুপ‌নের কাজ চল‌ছে। অতিদ্রুত তা প্রস্তুত করা হবে।’

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo