বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বানারীপাড়া উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক ও উজিরপুর-বানারীপাড়া নির্বাচনী এলাকার বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু দির্ঘদিন পরে তার নিজ এলাকায় এসেছেন। আওয়ামীলীগের হামলা-মামলা ও রোষানলের শিকার এস সরফুদ্দিন আহমেদ সান্টু ৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সড়ক পথে ঢাকা থেকে তার নিজ সংসদীয় আসন বানরীপাড়ায় প্রবেশ করেন।তার এই আগমন উপলক্ষ্যে থেকে তিন সহস্রাধিক মোটরসাইকেল ও গাড়ি নিয়ে বানারীপাড়া-উজিরপুর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়কহাজার নেতা-কর্মী ও সমর্থক আনন্দমুখর পরিবেশে উজিরপুরের বামরাইল থেকে সরফুদ্দিন আহমেদ সান্টু কে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তাকে বরণ করে নেয়।ফুলে ফুলেল শুভেচ্ছায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত সরফুদ্দিন সান্টু।তিনি সড়ক পথে আসলে তাকে উজিরপুরের সানুহার,শিকারপুর, ইচলাদি,গুঠিয়া, এলাকায় বিভিন্ন পর্যায়ের নেতার্মীরা তাকে ফুলেলশুভেচ্ছা জানান এবং তিনি এসেই গুঠিয়ার চাংগুরিয়া পেট্রোল পাম্পে পথসভায় অংশগ্রহণ করে পথসভা শেষে বিকাল ৫ টা ৩০ মিনিটের সময় চাংগুরিয়ার মসজিদ কমপ্লেক্স সংলগ্ন নিজ বাসভবনে উপস্থিত হলে তার বাসভবনে শতশত নেতাকর্মীদের সমাগম ঘটে এবং উৎসুক জনতা ভীড় করে তারসাথে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করার জন্য। । উজিরপুরের বামরাইল থেকে এলাকায় প্রবেশের সময় ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে মহিলাদলের কর্মী-সমর্থক সহ বিএনপির হাজার- হাজার নেতা-কর্মী, সাধারন মানুষ ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা তার গাড়ির বহরে ফুল ছিটিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানায়। দীর্ঘদিন পরে তার এই আগমনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে আনন্দ উল্লাশ লক্ষ্য করা যায়। পথসভায় এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসংখ্য ছাত্র- জনতার রক্তের বিনিময়ে সৈরাচারী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করতে ও শোষনমুক্ত সমাজ গঠনের জন্য সকল ভেদাভেদ ভূলে কাধে কাধ মিলিয়ে সকলকে একসাথে কাজ করার আহবান জানান। তিনি বলেন হিন্দু সম্প্রদায়ের কারো উপর যদি জুলুম কিংবা অত্যাচার হয় আর সে যদি আমার আপন ভাই হয় তাহলেও তাকে ছাড় দেওয়া হবে না।