বরিশাল উজিরপুর উপজেলার সাতলায় আলোচিত জোড়া খুনের ঘটনায় প্রধান আসামী কিবরিয়া হাওলাদারকে গ্রেফতার করেছে র্যাব-৮। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) র্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য ২৪ আগষ্ট রাত ১১ টার দিকে পশ্চিম সাতলা ২ নং ওয়ার্ডের মোঃ সোহরাব হাওলাদারের ছেলে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইদ্রিস হাওলাদার ও তার চাচাত ভাই সাগর হাওলাদারকে মাছের ঘের নিয়ে দ্বন্দের জের ধরে পরিকল্পিত ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে পরে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ২ টার দিকে ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার মারা যান।