৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪৪

কোন লুটেরা ও অনুপ্রবেশকারীদের স্থান বিএনপিতে হবে না-সরফুদ্দিন সান্টু

বার্তা ডেক্স:
  • আপডেট সময়ঃ শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪,
  • 91 পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বানারীপাড়া -উজিরপুর (বরিশাল -২) আসনের বিএনপির প্রতিনিধি, বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী এস সরফুদ্দিন সান্টু বলেছেন কোনো অনুপ্রবেশকারী ও লুটেরাদের স্থান বিএনপিতে হবেনা। তিনি ৫ সেপ্টেম্বর সকাল ১০টায় বানারীপাড়ার বিশারকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।এ সময় তিনি আরো বলেন,বিএনপির দুর্দিনের নেতা-কর্মীদের ঐক্যবদ্দ্বভাবে সকল অন্যায়-অবিচার ও চক্রান্ত প্রতিহত করে শান্তিপূর্ণ সমাজ বিনির্মানে সকলকে কাজ করতে হবে। কোন অনুপ্রবেশকারীর জায়গা বিএনপিতে হবে না উল্লেখ করে তিনি আরও বলেন,দলের নাম ভাংগিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্দ্বে সাংগঠনিক ব্যাবস্থা সহ বহিস্কারের হুশিয়ারী দেন। তিনি হিন্দু ভাই-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি বিএনপি নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। বিশারকান্দির মরিচবুনিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি মো: জাফর মাষ্টারের সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় কর্মীসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক মোহাম্মদ শাহ আলম মিয়া, সদস্য সচিব রিয়াজ আহমেদ মৃধা, পৌর বিএনপির আহবায়ক আহসান কবির নান্না হাওলাদার,সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আব্দুস সালাম,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মনজুর খান,রুহুল আমিন মল্লিক,জাহাংগীর হোসেন,বিশারকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচীব দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহমেদ সুমন হাওলাদার, সদস্য সচীব মিজানুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মোঃ সাইদুল ইসলাম,সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক মল্লিক,পৌর যুবদল আহবায়ক কাইউম উদ্দিন ডালিম,পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মোঃ রিয়াজ আহমেদ,সদস্য সচীব তাওহীদুল ইসলাম,উপজেলা শ্রমিকদল আহবায়ক ফখরুল সিদ্দিকী সম্রাট প্রমুখ।

পরে একইদিন বিকেল ৪ টায় উপজেলার জনতা বাজার সংলগ্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইলুহার ইউনিয়ন বিএনপি আয়োজিত মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo