বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬ তম জন্মদিন উপলক্ষে ৯ আগষ্ট সোমবার সকাল সাড়ে দশটায় বরিশাল নগরীর সদর রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল মহানগর মহিলা দলের সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দীন সিকদার, ১ নং যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, মহিলা দলের সাধারণ সম্পাদক পাপিয়া পারভীন, সাংগঠনিক সম্পাদক ফরিদা বেগম, হাসিনা কামাল, পেয়ারা বেগম, পুতুল, রুকাইয়া প্রমূখ। অনুষ্ঠানে বরিশাল মহানগর মহিলা দলের বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।