স্বাধীনতার অর্ধ শতাব্দী”পড়ে এসে ছাত্র জনতার রক্ত জীবনের বিনিময়ে দেশ পুনরায় আবার স্বাধীন করতে হয়েছে। এই অর্থ শতাব্দীতে আমরা প্রায় ডজনখানেক শাসক এদেশে দেখেছি, কিন্তু জনগণের কাঙ্খিত মুক্তি নিশ্চিত করতে সকলেই ব্যর্থ হয়েছে। এর একমাত্র কারণ হলো শাসন ব্যবস্থায় ইসলামের অনুপস্থিতি। তাই দেশের স্থায়ী সুখ, সমৃদ্ধি ও জনগণের কাঙ্ক্ষিত মুক্তির লক্ষে ইসলামী শাসন নিশ্চিত করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজি উপরোক্ত কথা বলেন। প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের জেলা সভাপতি হাফেজ মুহাম্মাদ আলমগীর হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হল জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার নিশ্চিত করা। রাষ্ট্রের সকল চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেফতার, এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের উন্নয়নে ব্যবহার করুন। এ সময় সংখ্যানুপাতিক (পি আর) পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন প্রদানের আহ্বান জানান তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি মুফতী মোঃ বীন ইয়ামিন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি কে এম সোলায়মান আল সাঈদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাওলানা আহসানুল্লাহ খান, জেলা সেক্রেটারি জনাব মোঃ সাখাওয়াত হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মোঃ আল আমিন, বাংলাদেশ মুজাহিদ কমিটি কাঠালিয়া উপজেলা শাখার সাবেক ছদর মাওলানা আব্দুল জব্বার, কাঠালিয়া উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মাদ সুলতান আহমেদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ মিরাজুল ইসলাম রুহানি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ মোঃ আব্বাস উদ্দিন , ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ আবু বকর। আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া উপজেলা ও এর আওতাধীন সকল ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।