বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দূর্গাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় চলাচলের রাস্তা বন্ধ করে অতর্কিত হামলায় গুরুতর আহত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি একজন।
চরকাউয়া ইউনিয়নের মৃতঃ আব্দুর রব হাওলাদারের বড় ছেলে মোঃ শাহীন হাওলাদার (৩৮) উপর দেশীয় অস্ত্র লাঠি সোঁটা নিয়ে ৫/৬ জন মিলে ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় একই এলাকার বাসিন্দা প্রতিবেশী জাফর মাওলানা র নেতৃত্বে কিশোর গ্যাং হিসেবে পরিচিত তার ছেলে শুভ, রহিম, মুনসুর মিলে তার মাথায় স্ব জোরে আঘাত করে এবং সাবল, রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করলে এতে গুরুতর আহত হয়ে অসচেতন অজ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন অভিযোগ দাতা এমনটি জানায় ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী। এবিষয়ে ভুক্তভোগী পরিবার জানায়, স্থানীয় চলাচলের সুবিধার্থে গত ৭/৮ মাস পূর্বে বরিশাল সাহেবের হাট বন্দর থানায় বিবাদী জাফর মাওলানা ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে একটি সাধারন ডায়েরি করলে বন্দর থানার অফিসার ইনচার্জ সকলের সঙ্গে আলোচনা করে সকলের সম্মতি ক্রমে চলাচলের রাস্তার জন্য ৫ ফুট জমি ব্যবহারের রোয়েদাদে সাক্ষর করেন স্থানীয় সংশ্লিষ্ট জমির মালিকগনেরা থানায় উপস্থিত থেকে তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে।
অভিযোগ উঠেছে সকলের চলাচলের জন্য ৫ ফুট রাস্তায় উভয় পক্ষ জমি ছেড়ে ব্যবহার করতে দেয়ার লিখিত থাকলেও হঠাৎ জাফর মাওলানা তা অস্বীকার করেন আকস্মিক হামলা চালিয়ে গুরুতর জখম করে চরকাউয়া ইউনিয়নের মৃতঃ আব্দুর রব হাওলাদারের বড় ছেলে মোঃশাহীন হাওলাদার (৩৮) কে।আহতর পরিবার জানায় সাহেবের হাট বন্দর থানায় ঘটনার পরপরই অভিযোগ অবহিত করা হলে বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত দায়িত্বে থাকা আহত ব্যক্তিকে প্রথমে মেডিকেলের চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পরামর্শ প্রদান করেন বলেও জানান ভুক্তভোগীর পরিবার।
এবিষয়ে বন্দর থানা কতৃপক্ষ জানায়, বিষয় টি তারা অবহিত হয়েছেন লিখিত অভিযোগ পাওয়া মাত্র সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে অপরাধীদেরে শাস্তির ব্যবস্থা করবেন বলে জানান বন্দর থানার অফিসার ইনচার্জ।
অপরদিকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাসায়ী গুরুতর আহত মোঃশাহীন হাওলাদার তার উপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষ বিচারের দাবী জানিয়েছেন তিনি ও তার পরিবার সহ এলাকাবাসী।
আহতর পরিবার জানায় এর আগে বেশ কয়েকবার হামলা ঘটনা ঘটেছিলো বিভিন্ন রকমের হুমকি ধামকি দেয়ার ঘটনাও এলাকাবাসী অবহিত আছেন যা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জানা যাবে। এবিষয়ে মামলার পস্ততি চলছে বলে জানান ভুক্তভোগী পরিবার।