১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ২:২৪

বরিশালে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছে লাভ ফর ফ্রেন্ডস

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
  • আপডেট সময়ঃ সোমবার, এপ্রিল ৩, ২০২৩,
  • 100 পঠিত

বরিশালের স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডসের উদ্দ্যাগে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন সম্পন্ন।বর্তমানে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতির কারণে নিন্ম আয়ের মানুষগুলো রমজানে দিশেহারা হয়ে উঠেছে। তারা পাচ্ছেন না তেমন কোন পর্যায়ের ত্রান সহায়তা। ঠিক তখনই বরিশালে মানবতার কল্যানে নিবেদিত সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এগিয়ে আসলো। ২০১৭ সাল থেকে ধারাবাহিক ভাবে কর্মহীন ও অসহায় দু:স্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে সংগঠনটি।

বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ড হরিনাফুলিয়া গ্রামের সিকদার বাড়ির সম্মুখে ৩রা এপ্রিল সোমবার সকাল ১১ঘটিকায় সংগঠনের পক্ষ থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রীর মধ্যে চাল,ডাল,আলু,পিয়াজ,তেল,
চিড়া, চিনি, ছোলা,মুড়ি, তরমুজ দেয়া হয়। অসহায় এই পরিবারগুলো ইফতার সামগ্রী উপহার পেয়ে লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এ সময়ে সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার বলেন,এই দূর্দিনের বাজারে সামান্য হলেও এসব মানুষের পাশে থাকতে পেরে গর্ববোধ করছি।
সকলের সম্মিলিত প্রচেস্টায় এই কার্যক্রম করা সম্ভব হয়েছে ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত এবং অসহায় মানুষের পাশে থাকবে লাভ ফর ফ্রেন্ডস সংগঠন।

অসহায় দু:স্থদের হাতে ইফতার সামগ্রী তুলে দেয় সংগঠনের সদস্য বৃন্দরা।এসময় উপস্থিত ছিল মাহমুদ করিম,
ইসমাইল,শাহেদ বিল্লাহ,রিদয়,
আশিকুর রহমান,আতিক হাসানসহ অন্য সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo