আজ ৩ এপ্রিল সোমবার দুপুরে ১২ টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশাল এর আয়োজনে ইউনিসেফ বরিশালের সহযোগিতায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে শিশু ও মহিলাদের জন্য কোভিড-১৯ টিকাদান এবং ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সচেতনতা বৃদ্ধির উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিসেফ বরিশাল আঞ্চলিক প্রধান সমন্বয়ক আনোয়ার হোসেন, বরিশাল আঞ্চলিক ইমাম প্রশিক্ষণ এ্যাকাডেমির সহকারী পরিচালক মোঃ আলম হোসেনসহ ইমাম, কাজী, পুরোহিত উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মোঃ নজরুল ইসলাম। শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন মাধ্যমে কোভিড-১৯ এবং সামাজিক আচার আচারন পরিবর্তন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। পরে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরিশেষে বিভিন্ন অতিথিরা শিশু ও মহিলাদের জন্য কোভিড-১৯ টিকাদান এবং ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সচেতনতা বৃদ্ধি বিষয়ক কথা বলেন।