জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, শিক্ষা ব্যবস্থা সরকারিকরণের দাবি জাতীয় সংসদে তুলে ধরবো। আর যদি ক্ষমতায় আসতে পারি, শিক্ষা ব্যবস্থা সরকারিকরণ করবো তা এখনই বলবো না, আমরা এর সম্পর্কে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য, বিবেচনা করার জন্য উদ্যোগ নেবো। পরীক্ষা-নিরীক্ষার ফল যেটা আসবে সেটা আপনাদের (এমপিওভুক্ত শিক্ষকদের) দেবো। আর এটা আমরা নির্বাচনী ইশতেহারে রাখবো।
বুধবার প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এসে কথা বলেন জি এম কাদের। তিনি বলেন, সরকার যদি আপনাদের দাবি যৌক্তিক নাও মনে করে, আপনাদের সেটি তাদের জানানো উচিত ছিলো। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষকতা মহান পেশা। তাই তাদের মান সম্মান দেয়া সমাজের দায়িত্ব। তারা বউ ছেলেপেলে নিয়ে সমাজের সম্মানের সাথে বেঁচে থাকবেন, এইটুকু দাবি তারা করতেই পারেন। এজন্য তাদের যদি কিছু প্রয়োজন হয়, সেটা তো আপনারা (সরকার) দিতে পারেন। মানুষ গড়ার কারিগরদের সমাজে মাথা উঁচু করে বাঁচতে একটু আর্থিক সহায়তা দেবেন, এটা কি বড় একটা যুক্তি নয়। জি এম কাদের আরো বলেন, এই জন্য আমি প্রতিশ্রুতি দিলাম জাতীয় সংসদে আপনাদের দাবি তুলে ধরবো। নির্বাচনী ইশতেহারে আপনাদের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পরীক্ষার পর যদি আমরা সঠিক পাই তাহলে এটি আমরা বাস্তবায়ন করবো। এসময় তিনি ৪১ দিন সকাল সন্ধ্যা অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষকদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, রোজা ঈদ যাক তারপরে যদি আপনারা মনে করেন তাহলে আবার আন্দোলন শুরু করবো। তিনি বলেন, এই সরকার নিজেদের উন্নয়ন নিযে ব্যস্ত। জনগণের উন্নয়ন তারা চায় না। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে জমা নিয়ে শিক্ষা ব্যবস্থা সরকারিকরণের দাবিতে গত ৪১ দিন ধরে সকাল সন্ধ্যা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ প্রত্যাশী মহাজোট নামে একটি মোর্চার ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে।