১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ভোর ৫:৩০

গৌরনদীতে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ বুধবার, এপ্রিল ৫, ২০২৩,
  • 35 পঠিত

বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লা থেকে ইতি বেগম (২০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবা (৫ এপ্রিল) দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ। ইতি বেগম ওই মহল্লার মানিক শরীফের মেয়ে। তিনি বার্থী ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পাশ করেছেন। গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, ‘দুপুরে বসতঘরের আড়ার সঙ্গে ইতির ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয় পরিবারের সদস্য ও এলাকাবাসী। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। বিকালে লাশটি ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, ‘পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার কোনও কারণ জানাতে পারেননি। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo