২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৮:১৬

বরিশালে ঈদ যাতায়াতে লঞ্চ ঘাটগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, এপ্রিল ৬, ২০২৩,
  • 69 পঠিত

ঈদ উপলক্ষে নৌ-পথে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তার জন্য বরিশালের ৪০টি লঞ্চ ঘাট, স্টিডবোট ঘাট ও ট্রলার ঘাটে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে ভুরঘাটা থেকে বাকেরগঞ্জ পর্যন্ত ৮০ কিলোমিটার মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনাকে নতুন করে সাজানো হবে। গৌরনদী, মহিলারা, ইচলাদী ও বাকেরগঞ্জ বন্দরে ট্রাফিক পরিদর্শকদের সার্বক্ষণিক দায়িত্ব দেয়া হবে। মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বরিশাল পুলিশ সুপার কার্যালয় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলার বিষয়ক এক মত বিনিময় সভায় এসব কথা বলেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, আমাদের আওতায় ইচলাদীতে দুটি সেতুর টোল ঘর রয়েছে। যেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এবারে আমরা টোল আদায়কারীদের সাথেও কথা বলবো। যাতে ড্রাইভার বা হেলপার নয়, তাদের লোকজনও এগিয়ে যায় টোল আদায়ের জন্য। প্রয়োজনে দুই সারিতে ২০-৩০ জন স্বেচ্ছাসেবক রাখতে হবে টোল আদায়কারীদের। যাতে করে তারা স্লিপ নিয়ে অগিগ্র টোল আদায় করতে পারে। তাহলে টোল আদায়ে যানবাহনের লম্বা সারি হবে না। এ সময় তিনি যাত্রীদের উদ্দেশ্যে বলেন, প্রতিদিন আমাদের এখানে সড়ক দুর্ঘটনা ঘটছে। হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর পাশাপাশি বেপরোয়া গতিতে যানবাহন চালনা বন্ধ করে আমরা চাই নিয়ম মাফিক চালানো হউক। এ জন্য সবাইকে খেয়াল রাখতে হবে। বিভিন্ন স্থানে চেকপোস্ট ও রাত্রিকালীন পাহারা নিশ্চিতের কথা জানিয়ে পুলিশ সুপার বলেন, একই সাথে জেলায় প্রচুর মানুষ আসবে, সেসময় যাতে কোনধরনের ছিনতাই, প্রতারণা বা অপরাধমূলক কার্যক্রম সংগঠিত না হয় সেজন্য আমরা নিরাপত্তা প্লান করেছি।

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo