ঈদ উৎসবে ঘরমুখো যাত্রী পরিবহনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বরিশাল নৌবন্দর কর্তৃপক্ষ। পুরনো লক্কড়-ঝক্কড় মার্কা পল্টন সংস্কার করে পুরোদমে চলছে ধোয়ামোছা এবং রং করে যাত্রী পরিবহন উপযোগী করে তুলছে নগরীর লঞ্চঘাট।
এব্যাপারে প্রত্যক্ষ পরিদর্শনে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে ঈদকে সামনে রেখে এই উদ্যাগ নেয়া হয়েছে।
কেননা দক্ষিণাঞ্চল থেকে রাজধানী ঢাকায় যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে নৌপথ। ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের ২৮ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে। বছরের দুই ঈদে ঘরমুখো দক্ষিণের যাত্রীদের দুই-তৃতীয়াংশ লঞ্চের ওপর নির্ভরশীল হন।
আর এই যাত্রীদের নিরাপদ ও নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রস্তুতি নেয়া হচ্ছে।বরিশালের লঞ্চ টার্মিনালের টিকেট কাউন্টার থেকে শুরু করে পুরো ভবন নতুন ভাবে সজ্জিত করা হচ্ছে, ঈদে ঘরমুখো মানুষের জন্য। ঈদে অতিরিক্ত ভিড় সামলাতে থাকবে নৌ পুলিশ ও স্কাউটস এর সদস্যরা।