বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য শওকত হোসেন হিরনের ৯ম মৃত্যু বার্ষিকী পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস। উল্লেখ্য ২০১৪ সালের ৯ই এপ্রিল বুধবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যু বরন করেন জননন্দিত নেতা।প্রতি বছরেই সংগঠনটি শ্রদ্ধার সাথে এই নেতাকে স্বরণ করে সংগঠনটি।
এই উপলক্ষে ৮ই এপ্রিল শনিবার আসরের নামাজ শেষে শওকত হোসেন হিরনের কবর জিয়ারত করেছে ও দোয়া মোনাজাত কর্মসূচি পালন করেছে লাভ ফর ফ্রেন্ডস পরিবার।উক্ত দোয়া মোনাজাত পরিচালনা করেন আতিকুল ইসলাম।
এসময়ে উপস্থিত ছিলেন পারভেজ সিকদার প্রতিষ্ঠাতা,ইমরান,তৌসিফ খান শুভ,শহিদুল ইসলাম, রাকিবুল হাসানসহ অন্যান্য সদস্য বৃন্দ।