বাংলাদেশ যুব মৈত্রী’র ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বরিশাল জেলা কমিটির উদ্যোগে ১০ এপ্রিল সোমবার সকাল ১১ টায় বরিশাল অশ্বিনী কুমার হল চত্বরে বরিশাল জেলা যুব মৈত্রী’র সভাপতি ফায়জুল হক বালী ফারাহীন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সভাপতি কমরেড নজরুল হক নীলু, যুব মৈত্রী বরিশাল জেলা কমিটির সহ- সভাপতি আলমগীর হোসেন মৃধা, সহ- সাধারন সম্পাদক কুমার আকাশ, জেলা যুব মৈত্রী নেতা জাহিদ হোসেন খান ফারুক, রফিকুল ইসলাম, সোহেল রানা প্রমুখ। সভায় বক্তারা অবিলম্বে সকল সরকারী বেসরকারী শূন্য পদে নিয়োগ দিয়ে কর্মসংস্থান নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান এবং মাদক, সন্ত্রাস,দুর্নীতি, বৈষম্য ও সামপ্রদায়িকতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই জোরদার করতে হবে বলে প্রত্যায় ব্যাক্ত করেন। সমাবেশ শেষে একটি সু- সজ্জিত মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পার্টি অফিসে গিয়ে শেষ হয়।