প্র্রশিক্ষণ সম্মানীর টাকা দেয়ার প্র্রলোভন দেখিয়ে শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্ট ও ডেবিট-ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করছে একটি প্র্রতারক চক্র। তারা বিভিন্ন নম্বর থেকে প্র্রশিক্ষণার্থী শিক্ষকদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে প্রশিক্ষণ সম্মানী দেয়া হবে বলে এটিএম কার্ড, ডেবিট-ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য অপরিচিত কোনো ব্যাক্তিকে না দিতে প্রশিক্ষণার্থী শিক্ষকদের বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহীনা কবির বলেন , তিনি এমন একটি ফোন কল পেয়েছেন। +৮৮০১৯২৯০৮৯৪০৬ নম্বর থেকে তাকে মুঠোফোনে কল করে সিএ প্রশিক্ষণের ট্রেনিংয়ের টাকা দেয়ার কথা বলে এটিএম কার্ডের তথ্য চাওয়া হয়েছে। প্রতারকের কাজ বুঝতে পেরে তিনি তথ্য দেননি। তিনি অন্যান্য শিক্ষকদের সতর্ক থাকার আহ্বান জানান। ঢাকার গভ. ল্যাবরেটরি হাইস্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক ইরশাদ জাহান চৌধুরীও একই কথা বলেন, তিনি +৮৮০১৯২৯০৮৯৪০৬ নম্বর থেকে একটি ফোন কল প্রেয়েছেন। তাকে সিএ সম্মানী দেয়ার প্রস্তাব দিয়ে এটিএম কার্ডের তথ্য চাওয়া হয়েছে। প্রশিক্ষণ সম্মানী প্রেতে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য অপরিচিত কোনো ব্যাক্তিকে না দিতে প্রশিক্ষণার্থী শিক্ষকদের সতর্ক করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এ নিয়ে অধিদপ্তর থেকে জারি করা এ সতর্কতামূলক বিজ্ঞপ্তি মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। অধিদপ্তরে প্রশিক্ষণ শাখার সহকারী প্ররিচালক ড. নীহার প্ররভীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্র্রশিক্ষণ শাখা প্রতিবছর বিভিন্ন ধরনের অনলাইন প্রশিক্ষণের আয়োজন করে। এসব প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের সম্মানী অনলাইনে রেজিস্ট্রেশন করে নগদ বা বিকাশের মাধ্যমে দেয়া হয়। সম্প্র্রতি একটি জালিয়াতি চক্র প্রশিক্ষণের সম্মানী দেয়ার জন্য প্রশিক্ষণার্থীর কাছ থেকে ক্রেডিট কার্ডের তথ্য জানতে চাচ্ছে। এ ধরনের কাজের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জড়িত নয়। প্রশিক্ষণের সম্মানীর ক্ষেত্রে প্রশিক্ষণার্থীর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ বা নগদ অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো তথ্য অপরিচিত কোনো ব্যক্তিকে না দেয়ার জন্য প্রশিক্ষণার্থীদের বলা হলো।