বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩০ উদযাপন উপলক্ষ্যে সকাল ৯ টায় নগরীর প্রান কেন্দ্র সদররোডস্থ সার্কিট হাউজ হতে মঙ্গল শোভাযাত্রা করবে বান্দরোডস্থ শিল্পকলা একাডেমীর পর্যন্ত।এরপর সকাল সাড়ে ৯ টায় বরিশাল শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।এছাড়াও বরিশালে ঐতিহ্যবাহী বাঙালী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা সহ বরিশাল কেন্দ্রীয় কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে ঐতিহ্যবাহী খাবার/ইফতার পরিবেশন করা হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলোয়।বরিশালে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমূখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করার কথাও রয়েছে। এর আগে
বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষ্যে বরিশাল জেলার প্রশাসনের গৃহীত কর্মসূচির মধ্যে বরিশাল নগরীর শিশু একাডেমিতে লোকসংগীত প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা ১২ এপ্রিল বুধবার (বাংলা ২৯ চৈত্র ১৪৩০) সকাল ১০ টায় অনুষ্ঠানের মাধ্যমে শুরু করে।