রাজধানীর নিউ মার্কেটে আগুন লাগার ঘটনায় পাশের চন্দ্রিমা সুপার মার্কেটে তা ছড়িয়ে পড়ার আগেই মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। নিউ মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ব্যবসায়ীরা সকাল থেকে মার্কেটের আশপাশে জড়ো হয়েছেন। এরই মধ্যে অনেক ব্যবসায়ীকে দোকান খুলে তাদের মালামাল বস্তায় ভরে সরিয়ে নিতে দেখা গেছে। নিউ ড্রিম ইন্টারন্যাশনালের কর্মচারী মো. সাব্বির বলেন, আগুন লাগার খবর পেয়ে মার্কেটে এসেছি। নিউ মার্কেটের আগুন আমাদের মার্কেটে ছড়িয়ে পড়তে পারে। এজন্য আগে থেকে দোকানের মালামাল সরিয়ে নিচ্ছি। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বাড়ছে। বর্তমানে দমকল বাহিনীর ২৮ ইউনিট কাজ করছে। এর আগে সকাল সাড়ে পাঁচটার দিকে নিউ মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। তবে কী কারণে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, র্যাব ঘটনাস্থলে কাজ করছে। এছাড়া ঢাকা ওয়াসা থেকে গাড়ি ভর্তি পানি এনে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করা হচ্ছে।