জেলা প্রশাসন বরিশালের আয়োজনে প্রচন্ড তাপদাহে অগ্নিকাণ্ড প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ এপ্রিল রবিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে “প্রচন্ড তাপদাহে অগ্নিকাণ্ড প্রতিরোধে মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল ফরহাদ সরদার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নূরুল আলম, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপ পরিচালক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বরিশাল, জেলার বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা প্রচন্ড তাপদাহে অগ্নিকাণ্ড প্রতিরোধের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন পরে অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকল অংশীজনের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।