বয়স হয়েছে ১শত বছরে উপরে তারপরেও রাখেন রোজা একাই করেন চলাফেরা। বয়সের ভারে নুয়ে গেছে অনেকটা। এঅবস্থায় টানা ২৫ বছর ধরে একই মসজিদে করেন মুয়াজ্জিন তাও আবার বিনা বেতনে।
ঝালকাঠির জেলার নলছিটি পৌর এলাকার সারদল গ্রামের আঃ হাকিম মৃধার এই নিউজটি সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ টুডেতে প্রকাশিত হলে নজরে আসে বরিশাল জেলা পুলিশে কর্মরত মানবিক পুলিশ জীবন মাহমুদ এর।সাথে সাথে তিনি এই প্রবীন মহান ব্যক্তির জন্য ঈদ উপহার সামগ্রীর ব্যবস্হা করলেন।
মানবিক পুলিশ জীবন মাহমুদ এর উদ্যাগে এই অসহায় মানুষকে দিলেন ঈদের পান্জাবী,গেঞ্জি ও লুঙ্গি।তার পরিবারের জন্য দিলেন পোলাও চাল,ছোলা,নুডুুলস,সেমাই,চিনি,দুধ,পিয়াজ, আলু,গ্লুকোজ,সয়াবিন তৈল ঈদ উপহার সামগ্রী।
অফিসের কাজে ব্যস্ত থাকায় তিনি নিজে উপস্থিত হতে পারেন নি,তার পক্ষ থেকে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার এই কার্যক্রম পরিচালনা করেন।
১৭ ই এপ্রিল বিকাল ৪ ঘটিকায় তার নিজ বাড়িতে তার হাতে ঈদ সামগ্রী তুলে দেন পারভেজ সিকদার।
ঈদ সামগ্রী উপহার পেয়ে আবেগ আপ্লূত হয়ে পড়েন এই বৃদ্ধ তখন তিনি দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। তিনি এসময়ে বলেন যতদিন সুস্থ থাকবো ততদিন আল্লাহর ঘরের খেদমত করে যাবো ইনশাআল্লাহ।