আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মোস্তফা এবং আয়ারল্যান্ড বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ, সংগঠক ও ব্যাবসায়ী জাহিদ ইসলামের উদ্যোগে অসহায় ও দুস্থ দুই শতাধিক শিশুকে ঈদসামগ্রী বিতরণ করা হয়।জানা যায়, গত ১৭ই এপ্রিল বরিশাল নগরীর ইউরো কনভেনশন হলে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এ ঈদের পোশাক তুলে দেন বৃহত্তর বরিশাল পরিবার আয়ারল্যান্ড সংগঠনটি। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনদীপ ঘরাই, অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি।বিশেষ অতিথি ছিলেন, জনাব মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক, আব্দুর রব সেরনিয়াবাত প্রেস ক্লাব বরিশাল, অপূর্ব অপু, ব্যুরো প্রধান ও সিনিয়র রিপোর্টার সময় টেলিভিশন। ও এস, এন, ডিসির সমন্বয়ক শাহজাদা হীরা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বৃহত্তর বরিশাল পরিবার আয়ারল্যান্ডের প্রতিনিধি মোঃ নুর আলম হাওলাদার সহ বরিশালের রাজনৈতিক ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ। উপস্থাপনায় ছিলেন বরিশালের স্বনামধন্য উপস্থাপিকা রাখি।সঞ্চালনা ও সার্বিক তত্বাবধানে ছিলেন বৃহত্তর বরিশাল পরিবার আয়ারল্যান্ডের বাংলাদেশের প্রধান সমন্নয়ক এস, বি, এম প্রিন্স হাওলাদার । অনুষ্ঠানে আগত অতিথিরা স্মৃতিচারন করতে গিয়ে বলেন প্রবাসে থাকলেও দেশের যে কোন দূর্যোগ,আনন্দ,দু:খে যারা সবসময় এগিয়ে থাকেন তারা আমাদের প্রবাসী ভাই বোনেরা। আয়ারল্যান্ডের বৃহত্তর বরিশাল পরিবারের সদস্যরা যে ভালবাসার উপহার পাঠালো ছোট ছোট কোমলমতি শিশুদের জন্য,এটির প্রতিদানে আমরা যেন তাদের জন্য শুধু দোয়া করি,তারা যেন ভালো থাকে,সুস্থ থাকে। বৃহত্তর বরিশাল শুধু ঈদেই উপহার দিয়ে থেমে থাকেনা,প্রবাসেও তারা বরিশালের বিভিন্ন আয়োজন নিয়ে এই অঞ্চলকে বুকে লালন করে। যারা তোমরা উপহার পাচ্ছো,তারা এ দোয়াটা সবসময় করবে,যেন আগামীতে এরচেয়েও বেশি মানুষদের পাশে দাঁড়াতে পারে তারা। হাজার হাজার মাইল দূরের এক দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ড। সেখানের বৃহত্তর বরিশাল পরিবারের সদস্যরা ঈদের এই উপহার পাঠিয়ে আমাদের যেমন গর্বিত করেছে,সাথে এই অঞ্চলের মানুষদের মন যে অনেক বড়,সেটি আবারও প্রমান হলে। আগামীদিনেও বৃহত্তর বরিশাল পরিবার আয়ারল্যান্ড এই সংগঠনটি বরিশালের সকল মানবিক কার্যক্রমে পাশে থাকবে।