আঘাতে আঘাতে- কংক্রিটের দালানও ভেঙ্গে যায়। আর, মানুষকে বলো সব সয়ে যেতে? হাতুড়ির আঘাতগুলো বয়ে যেতে? হয়ে ওঠে না।মানুষ অতটা সয়ে ওঠে না। দালান ভেঙ্গে গেলেও ঠিকানাটা রয়ে যায়। মানুষও তেমনি চুরমার হয়ে; শরীরের ভার শুধু বয়ে যায়।