৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৭:২৭

বরিশালে লাভ ফর ফ্রেন্ডস এর উদ্দ্যাগে ঈদ সামগ্রী বিতরণ সম্পন্ন

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩,
  • 77 পঠিত

বরিশালে অসহায় দুঃস্থদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস।

২১শে এপ্রিল শুক্রবার গভীর রাতে বরিশাল শহরের বিভিন্ন পয়েন্টে দিনমজুর, রিকশাচালক ও দুস্থদের মধ্যে ঈদ উপহার তুলে দেন সংগঠনের সদস্যরা। এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে দুধ,চিনি,সেমাই, নুডুলস,চা,বিস্কুট ও ট্যাং অন্যতম।

উক্ত কার্যক্রম পরিচালনা করার সময়ে আসাদুল ইসলাম, ইসমাইল হোসেন এবং লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি পারভেজ সিকদার উপস্থিত ছিলেন।

লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার বলেন, রমজানেও এই আয়োজন করা হয়েছিলো এবং অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এমন আয়োজন করা হয়েছে, সকলের সহযোগিতায় আমরা আশা করছি প্রতি বছরেই আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo