বরিশাল নগরীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা আরেকজন আহত হন। শনিবার (২২ এপ্রিল) বিকেলে বরিশাল-ঝালকাঠি সড়কের গ্রামীণ চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত এসআইয়ের নাম মো. ফায়েজ। তিনি ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠির রায়াপুর গ্রামে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বিকেলে এক সঙ্গী নিয়ে মোটর সাইকেলযোগে বরিশাল থেকে ঝালকাঠির রায়াপুরে যাচ্ছিলেন এসআই ফয়েজ। এসময় গ্রমীণ চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হিমেল পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ফায়েজ। তার সঙ্গে থাকা একজন গুরুতর আহত হন। তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আনোয়ার হোসেন জানান, ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে যান। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।