আজ ২৯ এপ্রিল শনিবার সকাল ৯ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে দিনব্যাপী স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল জেলার ভূমি কর্মকর্তাদের সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা থেকে জুম কনফারেন্স এর মাধ্যমে ভারচুয়ালী সংযুক্ত থেকে সেমিনারের শুভ উদ্বোধন করেন সচিব ভূমি মন্ত্রণালয় মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে জুম কনফারেন্স এর মাধ্যমে সংযুক্ত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যুগ্মসচিব ভূমি মন্ত্রণালয় ড. মোঃ জাহিদ হোসেন পনির, পিএএ, উপসচিব ভূমি মন্ত্রণালয় সেলিম আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বরিশাল শাহ মোঃ রফিকুল ইসলামসহ উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি ও ভূমি অফিসের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনায় স্মার্ট ভূমি সেবার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নের বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।