৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৫:৩২

দুই ভাই মিলে নতুন বরিশাল গড়ব : খোকন সেরনিয়াবাত

বার্তা ডেক্স:
  • আপডেট সময়ঃ রবিবার, এপ্রিল ৩০, ২০২৩,
  • 253 পঠিত

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, বরিশালের মানুষ এতোদিন জিম্মি ছিলো, খোকন সেরনিয়াবাতকে মনোনায়ন দেয়ার মধ্য দিয়ে তা মুক্ত হয়েছে। ইনশাআল্লাহ আগামী সিটি নির্বাচনে খোকন সেরনিয়াবাতকে নৌকা মার্কায় ভোট দিয়ে মেয়র নির্বাচিত করে বরিশালকে উন্নয়নশীল সমৃদ্ধির পথে স্মার্ট বরিশাল হিসেবে গড়ে তুলবো আমরা। এদেশের উন্নয়নের জন্য জনগণের জন্য আওয়ামী লীগ সরকার ছাড়া বিকল্প নেই। তাই আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন এর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত কে নৌকা মার্কায় ভোট দেবার আহবান জানান তিনি।

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল সিটি নির্বাচন উপলক্ষে সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ‍এসব কথা বলেন।

 

মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম জদ্দিনের সভাপতিত্বে এসময় মহানগর যুবলীগের আহবায়ক মো. নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন,বরিশাল জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম ইটালি শহিদ, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু,

বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ এর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃমাহিদুর রহমান মাহাদ, বরিশাল কলেজ ছাত্রলীগের সভাপতি আল-মামুন, বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক কেএম মেহেদী হাসান বাপ্পি, বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক নেতা মেহেদী হাসান, মিলন শিকদার,সৈয়দ সজিবুল ইসলাম সজিব,
প্রিন্স সরদার,তানভীর আহমেদ, আবদুল আলীম, সৈয়দ রুবেল, সাকিব,বরিশাল বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগ নেতা অমিত হাসান রক্তিম, বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা রেজানুর রহমান নিয়ন সহ শতাধিক বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগ এর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের নেতৃত্বে কয়েক হাজার সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বরিশালের বিভিন্ন ইউনিটের সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতৃবৃন্দরা মিছিল নিয়ে শিল্পকলা একাডেমীতে উপস্থিত হয়।

‍এসময় মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, জননেত্রী শেখ হাসিনার বরিশালবাসীর প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা হিসেবেই আমাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আজকে  আমাদের মধ্যে কোন দ্বিধা-দ্বন্ধ না রেখে আমি বলতে চাই আমরা সবাই একত্রিত হয়ে এই নির্বাচনে লড়াই করবো।

তিনি বলেন, প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম ভাই আমাকে যে সাপোর্ট দিচ্ছেন এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি আর শামীম ভাই যদি ঠিক থাকতে পারি ইনশআল্লাহ বরিশালকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবো। নতুন বরিশাল গড়বো আমরা দুই ভাই মিলে। স্মার্ট বরিশাল বিনির্মানের জন্য বরিশালের উন্নয়নের স্বার্থে শান্তির নগরী হিসেবে সারা দেশের মধ্যে বরিশালকে এগিয়ে নিয়ে যাবো।

 

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo