বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) ২০২৩ ইং নির্বাচন : বঙ্গবন্ধুর ভাগ্নে খোকন সেরনিয়াবাতের নির্বাচন পরিচালনায় ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে, প্রথম পদক্ষেপ হিসেবে নগরীর ব্যানার ফেস্টুন অপসারণের নির্দেশ দেয়া হয়।
আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন ( বিসিসি ) ২০২৩ ইং নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এর নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
৩০ এপ্রিল রোববার দুপুরে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয় টি নিশ্চিত করা হয়েছে । আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন এর নির্বাচনের আওয়ামীলীগের দলীয় মেয়র পদের মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনায় ১৬ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের তালিকার মধ্যে- ১ নম্বরে রয়েছেন এ্যাডভোকেট কে.বি.এস আহম্মেদ কবীর, ২, এ্যাডভোকেট লস্কর নুরুল হক, ৩, এ্যাডভোকেট আফজালুল করীম, ৪, এ্যাডভোকেট আনিস উদ্দিন আহমেদ শহীদ, ৫, মীর আমিন উদ্দিন মোহন, ৬, রেজাউল হক হারুন, ৭, শাহজাহান হাওলাদার, ৮, মোঃনিজামুল ইসলাম নিজাম, ৯, আফতাব হোসেন, ১০, বলরাম পোদ্দার, ১১, মোঃ হুমায়ুন কবীর, ১২, আলহাজ্ব মাহমুদুল হক খাঁন মামুন, ১৩, শাহীন সিকদার, ১৪, অসীম দেওয়ান, ১৫, মোঃ জসীম উদ্দিন এবং ১৬, মোঃ মঈন তুষার।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বরিশাল সিটি কপোরেশন নিবার্চনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ( খোকন সেরনিয়াবত) এর নির্বাচন পরিচালনার জন্য উল্লেখিতদের দায়িত্ব দেয়া হল। তাঁরা নিবার্চন পরিচালনার জন্য সব ধরণের কমিটি গঠনসহ যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করবেন। এদিকে আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবত)এর আগমন উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে টানানো ব্যানার , ফেস্টুন, তোরণ অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। রোববার দুপুরে খোকন সেরনিয়াবাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশ দেয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২০ এপ্রিল বরিশাল সিটি কপোরেশন নিবার্চনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবত) আগমন উপলক্ষে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা নগরের বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন দিয়েছেন। নিবার্চন কমিশন কর্তৃক আচরণ বিধি, বিধি নিষেদের কারণে ঐসকল তোরণ (গেট), ব্যানার, ফেস্টুন অপসারণ করার জন্য অনুরোধ করা হলো।