১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৯:৩৫

মহান মে দিবসে বরিশালে জাতীয় শ্রমিকলীগ বিশাল সমাবেশ ও র‍্যালি করেছে

বার্তা ডেক্স:
  • আপডেট সময়ঃ সোমবার, মে ১, ২০২৩,
  • 124 পঠিত

আজ ১ লা মে, মহান মে দিবস উপলক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ বরিশাল জেলা ও মহানগর যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে।

আজ ১ লা মে সোমবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরীর সোহেল চত্ত্বরস্থ্য আওয়ামীলীগ প্রধান কার্যালয় সম্মুখে অনুষ্ঠিত হয় শ্রমিক সমাবেশ।

সমাবেশের সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ, বরিশাল মহানগরের সভাপতি মোঃ আফতাব হোসেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামিলীগ মনোনীত বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ্ (খোকন সেরনিয়াবাত)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ বরিশাল জেলার সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার,যুবলীগ নেতা মাহমুদুল হাসান খান মামুন সহ-মহানগর ও জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী
আবুল খায়ের আবদুল্লাহ্ (খোকন সেরনিয়াবাত) বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। উন্নয়ন থেকে বঞ্চিত এই নগরী।বরিশালবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি বরিশালকে নতুন করে সাজাবো। সকল সমস্যা সম্মিলিত ভাবে সমাধান করবো।

সমাবেশ শেষে নগরীরতে এক বর্নাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়।

 

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo