১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৩:২৫

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন উপলক্ষে বিএমপি’র প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:-
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, মে ২, ২০২৩,
  • 93 পঠিত

 

আগামী ২৯ মে ২০২৩ খ্রিঃ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। এই মহান দিবসকে যথাযথ মর্যাদায় সফল ও সার্থক ভাবে উদযাপন করতে আজ মঙ্গলবার ০২ মে বেলা ১১ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার বিএমপি মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার এর সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অনুষ্ঠিত সভার সভাপতি পুলিশের অন্যান্য ইউনিট ও সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে সকলের মধ্যে সমন্বয়পূর্বক আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩ উদযাপন কে সফল ও সার্থক করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স ও ক্রাইম এন্ড অপারেশন) আবু আহাম্মদ আল মামুন, অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স), বরিশাল রেঞ্জ মোঃ ফারুক উল হক, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মােঃ জুলফিকার আলী হায়দার, পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব বি এম আশরাফ উল্যাহ তাহের, পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম, বিপিএম, র‍্যাব-৮ এর প্রতিনিধি, ডিজিএফআই প্রতিনিধি, পিবিআই প্রতিনিধি,এপিবিএন, ইউনিসেফ প্রতিনিধি, আশা এনজিও প্রতিনিধি, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি ও বিএমপি’র শীর্ষ কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo