৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৪:১১

বিসিসি নির্বাচনি হালচাল- আ,লীগ প্রার্থীর তোরজোড় বাকিরা নিস্প্রভ (আঞ্চলিক নির্বাচন অফিসে ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা কর্মচারীগন)

জিএম খালেদ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, মে ২, ২০২৩,
  • 118 পঠিত

বিসিসি নির্বাচনি হালচাল- আ,লীগ প্রার্থীর তোরজোড় বাকিরা নিস্প্রভ
(আঞ্চলিক নির্বাচন অফিসে ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা কর্মচারীগন)
নিজস্বপ্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) এর নির্বাচন আর মাত্র মাস খানেক বাকি আছে। ইতোমধ্যে প্রধান দল আ,লীগের প্রার্থী দলীয় মনোনয়ন পেয়ে বরিশাল আঞ্চলিক নির্বাচন দপ্তর থেকে মেয়র পদে মনোনয়ন পত্র নিয়ে নগরময় অআনুষ্ঠানিক প্রচারনা শুরু করে দিয়েছেণ। তবে, আরেক প্রধান দল বাংলাদেশ জাতীয়তাবাদি দল(বিএনপি) এবার সিটি নির্বাচনে অংশ না নেয়ায় অনেকটা প্রতিদন্দিতাহীন নির্বাচনের দিকে এগুচ্ছে বলে ইতোমধ্যে সুশীল সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ জানিয়েছেন। এদিকে বরিশাল আঞ্চলিক নির্বাচন দপ্তরে খোজ নিয়ে জানা গেছে, ২৯ এপ্রিল থেকে তাদের দপ্তরে বিসিসি নির্বাচানের মনোনয়নপত্র বিলি শুরু হয়েছে,যা আগামি ১৬ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। পরবর্তী দুইদিন অর্থাৎ ১৭ এবং ১৮ তারিখ সকল মনোনয়নপত্র যাচাই বাছাই করে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবে ২৫ এপ্রিল পর্যন্ত। ২৬ এপ্রিল নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হবে। সবশেষ ২ মে পর্যন্ত নির্বাচন দপ্তরে খোজ নিয়ে জানা গেছে, মেয়র প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস এবং সতন্ত্র দুইজন এর মধ্যে কাশিপুরের সাবেক চেয়ারম্যান মোঃ আলি হোসেন হাওলাদার ওরফে আলি চেয়ারম্যান এবং অপরজন লুৎফর কবির, মেয়র প্রার্থী হিসাবে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে, লুৎফর কবির সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা খুলনা জোনের মোঃ হুমায়ুন কবির বরিশালের রির্টানিং কর্মকর্তা হিসাবে দ্বায়ীত্ব পালন করবেন। সুত্র মতে, বরিশালে ৩০ টি ওয়ার্ডকে মোট দশটি ভাগে ভাগ করা হয়েছে এবং দশজন সহকারি রির্টানিং অফিসার এর দ্বায়ীত্ব প্রদান করা হয়েছে। এর মধ্যে ১,২,৩ নং ওয়ার্ড(সংরক্ষিত-১) এর দ্বায়ীত্ব দেয়া হয়েছে,জেলা নির্বাচন কর্মকর্তা পিরোজপুরের জিয়াউর রহমান খলিফাকে। ৪,৫,৬(সংরক্ষিত-২) এর দ্বায়ীত্ব দেয়া হয়েছে ভোলা উপজেলা নির্বাচন কর্মকর্তা ভোলা সদর এর মোঃ খালিদ বিন রউফকে। ৭,৮,৯(সংরক্ষিত-৩) এ অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা-১ বরিশাল অঞ্চল বরিশাল এর মোঃ জাহিদ হোসেনকে। ১০,১১,১২(সংরক্ষিত-৪) এ উপজেলা নির্বাচন অফিসার মির্জাগঞ্জ,পটুয়াখালি মোঃ} মোস্তফা কামাল। ১৩,১৪,১৫(সংরক্ষিত-৫) জেলা নির্বাচন কর্মকর্তা মাদারিপুর এর মোঃ আলাউদ্দিন আল মামুন। ১৬,১৭,১৮(সংরক্ষিত-৬) এ জেলা নির্বাচন কর্মকর্তা বরিশাল এর ওহিদুজ্জামান মুন্সি। ১৯,২০,২১(সংরক্ষিত-৭) এ জেলা নির্বাচন কর্মকর্তা ভোলা সৈয়দ শফিকুল হক। ২২,২৩, ২৭ (সংরক্ষিত-৮) এ উপজেলা নির্বাচন অফিসার বরিশাল সদর বরিশাল এর মোঃ আমির খসরু গাজী। ২৪,২৫,২৬(সংরক্ষিত-৯) এ উপজেলা নির্বাচন অফিসার বরগুনা সদর বরগুনার মোঃ আরিফুর রহমান। ২৮,২৯,৩০(সংরক্ষিত-১০) এ উপজেলা নির্বাচন অফিসার বানারীপাড়া বরিশাল এর মোঃ মনিরুজ্জামান। পত্রিকার নিয়মিত পাঠকদের সুবিধার্থে নগরীর ৩০ টি ওয়ার্ডের মোট ভোটকেন্দ্র ও ভোটার সংখ্যা উল্লেখ করা হল বিসিসির ১ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১১৫৯ জন এই ওয়ার্ডে মোট ভোটকেন্দ্র ৫টি এবং ভোট কক্ষ ৩৬টি। ২ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১২১২০ জন, মোট ভোট কেন্দ্র ৬টি এবং কক্ষ সংখ্যা ৩৮টি। ৩ নং ওয়ার্ডে মোট ভোটার ১০৪২৭ জন মোট ভোট কেন্দ৫টি মোট ভোট কক্ষ ৩২টি। ৪নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১০৫৪১জন, মোট ভোট কেন্দ্র ৫টি ¦েং ভোটকক্ষ ৩৬টি। ৫ নং ওয়ার্ডে মোট ভোটার ১৫০১৮জন, ভোটকেন্দ্র ৬টি এবংভোটকক্ষ ৫১টি। ৬নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১০৪০ জন মোট ভোট কেন্দ্র ৫টি এবং ভোট কক্স ৩৫টি। ৭ নং ওয়ার্ডে মোট ভোটার ৯১৯৭জন, মোট ভোট কেন্দ্র ৫টি এবং ভোট কক্ষ২৮টি। ৮ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৫৩২৩জন, মোট ভোট কেন্দ্র৩ টি এবং ভোট কক্ষ ১৮টি। ৯নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৭১৬৮জন, ভোট কেন্দ্র ৩টি এবং কক্ষ২৪ট্ ি১০ নং ওয়ার্ডে মোট ভোটার ৭০৩১ জন ভোট কেন্দ্র ৪টি ভোট কক্ষ২২টি। ১১ নং ওয়ার্ডে মোট ভোটার ৯৬০৫জন ভোট কেন্দ্র ৪টি এবং কক্ষ ৩১টি। ১২ নং ওয়ার্ডে মোট ভোটার ৫১৭৮জন,কেন্দ্র ২টি কক্ষ ১৬টি। ১৩ নং ওয়ার্ডে মোট ভোটার ৬৫২৭ জন ,কেন্দ্র ৪টি কক্ষ ২২টি। ১৪ নং ওয়ার্ডে মোট ভোটার ৭২৮৮জন, কেন্দ্র৪টি কক্ষ ২৩ টি। ১৫নং ওয়ার্ডে মোট ভোটার ৭৮২৬ জন ,কেন্দ্র ৪টি, কক্ষ ২৭টি। ১৬ নং ওয়ার্ডে মোট ভোটার ৫৫৯১ জন ,কেন্দ্র ২টি কক্ষ ১৬টি। ১৭ নং ওয়ার্ডে মোট ভোটার ৫৩৯৩ জন ,কেন্দ্র ৩টি এবং কক্ষ ১৮টি। ১৮ নং ওয়ার্ডে মোট ভোটার ৫১৭৪ জন, কেন্দ্র২টি কক্ষ ১৭টি। ১৯ নং ওয়ার্ডে মোট ভোটার ৯৬৭৬ জন ,কেন্দ্র ৫টি এবং কক্ষ ৩২টি। ২০নং ওয়ার্ডে মোট ভোটার ৭৩১৫ জন ,কেন্দ্র ৩টি কক্ষ ২২টি। ২১ নং ওয়ার্ডে মোট ভোটার ৭৮৯৯ জন কেন্দ্র ৩ টি কক্ষ ২৪ টি। ২২ নং ওয়ার্ডে মোট ভোটর ১০০৬৩ জন ,কেন্দ্র ৪টি কক্ষ৩৩টি। ২৩ নং ওয়ার্ডে মোট ভোটার ১৮১২৯ জন কেন্দ্র ৬টি এবং কক্ষ ৪৬টি ২৪ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৭১৯৯ জন ,কেন্দ্র ৬টি, ক্ষ ৪৮টি। ২৫ নং ওয়ার্ডে ভোটার ১৪৭৫৮ জন ,কেন্দ্র৫টি, কক্ষ ৪২টি। ২৬ নং ওয়ার্ডে মোট ভোটার ১৩৪০৬ জন, কেন্দ্র ৪টি, কক্ষ৩২টি। ২৭ নং ওয়াডে মোট ভোটার ১০১৬৯ জন ,কেন্দ্র ৩টি, কক্ষ২৬ টি । ২৮ নং ওয়ার্ডে মোট ভোটার ৭৯৯৯ জন ,কেন্দ্র ৩টি কক্ষ ২৬টি। ২৯ নং ওয়ার্ডে মোট ভোটার ১৩২৫০ জন ,কেন্দ্র ৬টি ,কক্ষ ৪৬টি। ৩০ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৮৮২৯ জন ,কেন্দ্র ৫টি, কক্ষ২৮টি। সমিক্ষায় দেখা গেছে ৩০ টি ওয়ার্ডের মধ্যে সর্বাধিক ভোটার রয়েছে ২৯ নং ওয়ার্ডে, এখানে মোট ভোটার ১৩২৫০ জন। নির্বাচন অফিস সুত্র মতে বরিশাল সিটি কর্পোরেশনে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৭৬ হাজার দুইশত আটানব্বই জন। বরিশাল আঞ্চলিক নির্বান অফিস সুত্র মতে ২এপ্রিল পর্যন্ত ৩ জন মেয়র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, বাকিরা এখনও জমা দেয়নি। সাধারন কাউন্সিলর প্রার্থীর মধ্যে এ পর্যন্ত ৮৩ জন মনোনয়ন ফরম নিয়েছেন। সংরক্ষিত মহিলা ওয়ার্ড প্রার্থীর ফরম নিয়েছেণ ২১ জন।

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo