আসন্ন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় এর ছাত্রলীগ নেতাকর্মীরা। একই সাথে তারা নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় মাঠে নামার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার বাসায় গিয়ে ছাত্রলীগ নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ করে মেয়র প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রলীগ নেতা অমিত হাসান রক্তিম এবং মুয়ীদুর রহমান বাকি।
এ সময় তাদের সাথে ছিলেন- ছাত্রলীগ কর্মী রাকিব হাসান রনি এবং ইরাদ শরিফ প্রমুখ।
ছাত্রলীগ নেতা অমিত হাসান রক্তিম ও মুয়ীদুর রহমান বাকি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী বরিশালে একজন যোগ্য ব্যক্তির হাতে নৌকা তুলে দিয়েছেন, যিনি সকলের কাছে গ্রহণযোগ্য এবং সমানভাবে জনপ্রিয়। নির্বাচনে তার পক্ষে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে হবে। কারণ তিনি বরিশালকে একটি আধুনিক শহরে রুপ দিতে বদ্ধপরিকর এবং নগরবাসীর কাছে ওয়াদাবদ্ধ। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তার জয়কে তরান্বিত করতে অগ্রণী ভূমিকায় মাঠে থাকবে বলেও জানান ।’