কর্মিসভায় বক্তব্য দিচ্ছেন ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হানিফ। পাশে আরেক বিএনপি নেতা নান্নু ভূঁইয়া-
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগ নেতা ইমরান মোল্লার পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন স্থানীয় বিএনপির দুই নেতা। শুক্রবার ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরানের নির্বাচনী প্রস্তুতি উপলক্ষে কাশীপুর হাইস্কুল অ্যান্ড কলেজে কর্মিসভায় বক্তব্য দেন ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হানিফ ও সদস্য নান্নু ভূঁইয়া। ফেসবুকে ওই সভা লাইভ প্রচার করা হয়। ইমরান মোল্লা সাড়ে ৩ বছর আগে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপি নেতা নান্নু ভূঁইয়া আমার আপন মামা। আর হানিফ নিকটাত্মীয়। আমন্ত্রণ না জানালেও আত্মীয়তার টানে কর্মিসভায় এসে তাঁরা মাইক কেড়ে নিয়ে বক্তব্য দেন। বিষয়টি নিয়ে আমিও বিব্রত, তাঁদের সঙ্গে ঝগড়াও করেছি।’ অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলেও সাড়া দেননি নান্নু ভুইয়া। তবে মো. হানিফ বলেন, ‘এ নিয়ে চাপে আছি। আসলে ভুল হয়ে গেছে। ভবিষ্যতে আর যাব না।’ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কাজী মনিরুল ইসলাম শহীদ বলেন, ‘নির্বাচন নিয়ে দু’জনই দলের সিদ্ধান্ত অমান্য করেছেন। বিষয়টি মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল ইসলামকে জানানো হয়েছে।’ মীর জাহিদুল বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সত্যিই এমন কিছু হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’