৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ১১:১০

সাংবাদিক ফারুক লিটু গুরুতর আহত

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ সোমবার, মে ৮, ২০২৩,
  • 88 পঠিত

সাংবাদিক ফারুক লিটু পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে ভান্ডারিয়া বরিশাল মহা সড়কের গালুয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। জানাগেছে, শনিবার ভান্ডারিয়া এই অনুষ্ঠানে অংশগ্রহন শেষে বরিশাল আসার পথে গালুয়া নামক এলাকায় আসলে একটি জরুরি ফোনকল আসায় মোটর সাইকেল থামিয়ে নেমে রাস্তার পাশে পায়চারি অবস্থায় কথা বলার সময় পা পিছলে পড়ে গিয়ে তার ডান হাতের বুড়ো আঙুল ভেঙে যায় । এ সময় তার সাথে ছিলেন দৈনিক ইওেফাক পএিকার বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ। দ্রুত তিনি (শাহিন হাফিজ) বরিশাল শেবাচিম হাসপাতালে ফারুক লিটুকে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার দ্রুত চিকিৎসা দেন। চিকিৎসা শেষে সাংবাদিক ফারুক লিটুকে শাহীন হাফিজ বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। বর্তমানে সাংবাদিক ফারুক লিটু চিকিৎসওকর পরামর্শে বাসায় বিশ্রামে রয়েছেন। তিনি সকলের কাছে দ্রুত পরিপূর্ণ সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন। উল্লেখ্য, সাংবাদিক ফারুক লিটু দৈনিক ইওেফাক পএিকার বরিশাল অফিসের প্রধান চিএ গ্রাহক এবং আঞ্চলিক “দৈনিক বরিশাল মুখপএ” পএিকার প্রকাশক ও সম্পাদক। বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদের একজন সাংস্কৃতিক সম্পাদক,বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন বরিশাল শাখার সভাপতি, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য,বরিশাল সাংবাদিক ইউনিয়নের সদস্য ও বরিশাল সাংবাদিক পরিষদের সভাপতিসহ সাংবাদিক বিভিন্ন সামাজিক সংগঠন ও কর্মকান্ডের সাথে জরিত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন ...

এই বিভাগের আরো সংবাদ...
© All rights reserved © ২০২৩ স্মার্ট বরিশাল
EngineerBD-Jowfhowo